Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

Thakurgaon-Map-Bangladeshখোলা বাজার২৪ ॥ কামরুল হাসান, ঠাকুরগাঁও, শনিবার, ৭ নভেম্বর ২০১৫: ঠাকুরগাঁওয়ের জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পানি উন্নয়ন বোর্ডের এক কর্মচারী চাকরি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। অর্থের অভাবে স্বারদীয় দুর্গাপূজার আনন্দ থেকেও বঞ্চিত হয়েছেন।
গত ২৬ অক্টোবর চাকরি হারানো ভূমিহীন মুকুল দাস রানীশংকৈল প্রেস ক্লাব কার্যালয়ে সাংবাদিকদের জানান, ১৯৮৫ সালে পানি উন্নয়ন বোর্ডের এক আদেশে ৫৩০ স্মারকে চাকরিতে যোগদান করেন। দীর্ঘ ১৬ বছর চাকরি করার পর ২০০১ সালে পাউবো কতৃপক্ষ চাকুরী হতে অব্যাহতি দেন। দীর্ঘ ১৫ বছর ধরে চাকরি হারিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন মুকুল দাস।
এদিকে স¤প্রতি স্বারদীয় দূর্গাপূজায় ভূমিহীন মুকুল দাস নতুন কাপড় কেনার তো দূরের কথা পরিবারের সদস্যদের ভাল খাবার খেতে দিতে পারেনি এবং কি নাতনী আবির দাস নতুন কাপড়ের জন্য কান্নায় ভেঙ্গে পড়ে। এ জন্য মুকুল দাস সংবাদ পত্রের মাধ্যমে পাউবো কতৃপক্ষের কাছে চাকরি ফেরত পাওয়ার আকুতি করেন।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী লীগ সভাপতি মোল্যা আবুল কালাম আজাদ বলেন, আ’লীগ সরকার এদের চাকরি দিয়েছিল কিন্তু বিএনপি সরকার এদের চাকরিচুত্য করেছে আমরা চেষ্টা করছি এদের চাকরি বহাল করা যায় কিনা।