Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

78খোলা বাজার২৪ ॥ শনিবার, ৭ নভেম্বর ২০১৫: ৪৫ বছর ধরে একটি গ্রামে একা বসবাস করছেন এক স্প্যানিশ দম্পতি। ১৯৩৬ সালে স্পেনে গৃহযুদ্ধ চলার পরে ওই গ্রামের বেশিরভাগ মানুষ গ্রাম ছেড়ে কাজের জন্য শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কিন্তু তারা দুজনে সিদ্ধান্ত নেন যে গ্রাম ছেড়ে কোথাও যাবেন না।
‘জাঙ্গেলস ইন প্যারিস’ নামে একটি শর্ট ফিল্মে স্প্যানিশ দম্পতির বেঁচে থাকার কঠিন ছবিগুলি তুলে ধরা হয়েছে।
ভ্যালেনসিয়া থেকে প্রায় ১০০ মাইল দূরে অবস্থিত গ্রামটিকে জুয়ান মার্টিন তার স্ত্রী সিনফোরোসাকে নিয়ে বাস করেন। এখন ৮২ এবং ৭৯ বছর বয়স তাদের। সারা দিনে জামা-কাপড় ধোয়া, পোষ্যদের দেখভাল এবং চাষাবাদ করতেই দিন কেটে যায় তাদের।
জুয়ান মার্টিন জানান, অনেক বছর আগেই তিনি এই গ্রাম ছেড়ে শহরে চলে যেতে পারতেন। কিন্তু তার স্ত্রী কখনই শহরে যেতে চাননি। তাই তারও আর শহরে যাওয়া হয়ে ওঠেনি।
তিনি আরও জানান, তাদের একটি মেয়ে ছিল। যে মাত্র ১২ বছর বয়সে মারা যায়। এরপর থেকেই এই গ্রামের সঙ্গে ওতোপ্রতভাবে জড়িয়ে পড়েন সিনফোরোসা।