খোলা বাজার২৪ ॥ শনিবার, ৭ নভেম্বর ২০১৫: অনেক দিন ধরে হবে হবে করে হচ্ছিল না। খুব কাছে গিয়েও ফিরে এসেছেন ছয়বারের মতো সময়। তবে এবার হলো। পূর্ণ করলেন ফাঁকাস্থান। ওডিআইতে এই প্রথম ৫ উইকেট নেওয়ার গৌরব অর্জন করলেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান।
শনিবার (০৭ নভেম্বর) রাজধানীর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে পাঁচটি উইকেট তুলে নেন সাকিব।
প্রথম ব্যাটসম্যান চামু চিবাবা দিয়ে শুরু। এরপর একে একে সাজঘরে ফেরান আরও চারজনকে। যার মধ্যে রয়েছেন ক্রেইগ আরভিন, উইলিয়ামস, গ্রায়েম ক্রেমার, টিনাশে পানিয়াঙ্গারা।
ম্যাচে সাকিব ১০ ওভার বল করে ৪৭ রান দিয়ে নিয়েছেন ৫টি উইকেট। এতে দলের জয়ও হলো নিশ্চিত। ১৪৫ রানে ম্যাচ জিতলো টাইগাররা।
এর আগে সাকিবের সর্বোচ্চ ছিল ১৬ রানে ৪ উইকেট। এখন যা দাঁড়ালো ৪৭ রানে ৫ উইকেট। এ নিয়ে সাকিবের ওয়ানডেতে মোট উইকেট সংখ্যা ২০৬টি। আইসিসি ওডিআই বোলিং র্যাঙ্কিংয়ে সাকিব এখন রয়েছেন ৪ নম্বর অবস্থানে।
সাকিব একবার ৫ উইকেট নেওয়ার পাশাপাশি ৬ বার নিয়েছেন চার উইকেট। এ পর্যন্ত ম্যাচ খেলেছেন ১৫৭টি। গড় ৪ দশমিক ৩০।