খোলা বাজার২৪ ॥ রবিবার ৮ নভেম্বর ২০১৫: পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনকে আনুষ্ঠানিকভাবে ইবোলা ভাইরাস মুক্ত বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।শনিবার দেশটিকে ইবোলা মুক্ত ঘোষণা করে বিশ্ব সংস্থাটি। খবর বিবিসির।
বিগত ৪২ দিনে দেশটিতে নতুন করে কোন মানুষের শরীরে ইবোলার সংক্রমণ দেখা না দেয়ায় এ ঘোষণা দিয়েছে ডব্লিউএইচও। শুক্রবার মধ্যরাতেই সিয়েরা লিওনের লোকজন আনন্দ মিছিল করেছে। তবে শনিবার আনুষ্ঠানিক ঘোষণার পর দেশটির রাজধানী ফ্রিটাউনে হাজার হাজার আনন্দ-উল্লাস করেছে।
প্রসঙ্গত, বিগত ১৮ মাসে সিয়েরা লিওনে ইবোলা সংক্রমণে ৪ হাজারের মতো লোক প্রাণ হারিয়েছে। ডব্লিউএইচও এর তথ্য মতে, ইবোলা সংক্রমণে এ পর্যন্ত লাইবেরিয়ায় ৪ হাজার ৮০৮ জন, সিয়েরা লিওনে ৩ হাজার ৯৫৫ জন, গিনিতে ২ হাজার ৫৩৬ জন এবং নাইজেরিয়ায় ৮ জনের মৃত্যু হয়েছে।