খোলা বাজার২৪ ॥ রবিবার ৮ নভেম্বর ২০১৫: চট্টগ্রামে একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন রাফিয়া আনোয়ার (২৫) নামে একজন মা। শনিবার সকালে নগরীর জেমিসন রেডক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে অস্ত্রোপচার ছাড়াই এই ছয়টি শিশু ভূমিষ্ঠ হয়। তবে চারজনই মারা গেছে, বাকি দুটি শিশু বেঁচে আছে।
রাফিয়ার বাড়ি জেলার ফটিকছড়ি উপজেলায়। শনিবার সাড়ে সাতটার দিকে এসে তিনি রেডক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে ভর্তি হন। সকাল সোয়া দশটার দিকে অস্ত্রোপচার ছাড়াই প্রথমে একটি ছেলে সন্তানের জন্ম দেন তিনি। এর কিছুক্ষণ পরে পর আরও পাঁচ কন্যা শিশুর জন্ম দেন। এর মধ্যে প্রথম শিশু দুটি মৃত অবস্থাতেই জন্মায়। পরে আরও দুটি শিশুর মৃত্যু হয়।
ডাক্তাররা জানান, বাচ্চাগুলো পরিপূর্ণ হয়নি। জীবিত শিশু দুটির অবস্থাও খুব একটা ভালো না। তাদের ওজন ৬০০ গ্রাম করে। এ কারণে ওই দুই শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডে পাঠানো হয়েছে। তবে শিশুদের মা রাফিয়া আনোয়ার সুস্থ আছেন।