খোলা বাজার২৪ ॥ রবিবার ৮ নভেম্বর ২০১৫: নাশকতার আশঙ্কায় ফেনীতে জামায়াতে ইসলামীর ১৩ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত জেলার চার উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে ফেনী মডেল থানার ওসি মাহবুব মোর্শেদ জানান।
তিনি বলেন, রাত ৯টার দিকে জেলা জামায়াতের অফিসে অভিযান চালিয়ে দলটির তিন নেতা ও দুই কর্মীকে আটক করা হয়। পরে কার্যালয়ের বাইরে থেকে আরও দুই কর্মীকে আটক করা হয়।
এখানে আটকদের মধ্যে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শফিকুর রহমান, মাহমুদুল হক ও সিনিয়র সদস্য (রুকন) মাওলানা মাকসুদুর রহমান আছেন।
সোনাগাজী মডেল থানার ওসি হারুন অর রশিদ জানান, রাতে উপজেলার বগাদানা ইউনিয়নে তাকিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে বগাদানা ইউনিয়ন জামায়াতের আমির আবদুই হাই আনোয়ারী, সেক্রেটারি আবদুল হাই এবং কুঠিরহাট এলাকা থেকে এক জামায়াত কর্মীকে আটক করা হয়।
দাগনভূঞা থানার ওসি আসলাম উদ্দিন জানান, নাশকতার আশঙ্কায় শনিবার সন্ধ্যায় উপজেলার জিরো পয়েন্ট এলাকা থেকে দাগনভূঞা পৌর জামায়াতের আমির গাজি সালাহ উদ্দিনকে আটক করে পুলিশ।
ছাগলনাইয়া থানার ওসি রাশেদ খাঁন চৌধুরী জানান, সন্ধ্যায় উপজেলার জিরো পয়েন্ট এলাকা থেকে ছাগলনাইয়া পৌর জামায়াতের সেক্রেটারি কবির আহম্মেদ সিদ্দিকীকে আটক করা হয়েছে।