Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

34খোলা বাজার২৪ ॥ রবিবার ৮ নভেম্বর ২০১৫: ব্র্যাক ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সেলিম আর. এফ. হোসেনকে নিয়োগ দিয়েছে পরিচালনা পর্ষদ।
আজ রবিবার তিনি এ দায়িত্ব নেবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে ব্যাংকিং খাতে কাজ করে আসা সেলিম আর এফ হোসেন এর আগে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডে একই পদে দায়িত্ব পালন করেন।
এর আগে ২০১২ সাল পযর্ন্ত আইডিএলসির অঙ্গপ্রতিষ্ঠান আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড ও আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিলেন তিনি।
২০১০ সালে আইডিএলসিতে যোগদানের আগে তিনি বাংলাদেশের দুটি বৃহত্তম বহুজাতিক ব্যাংক এএনজেড গ্রিন্ডলেইজ ব্যাংক এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ২৪ বছর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন।
দীর্ঘ কর্মজীবনের উল্লেখযোগ্য সময় ভারত ও অস্ট্রেলিয়ায় পেশাগত দায়িত্ব পালন করেন তিনি। সেলিম হোসেন মুম্বাইয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কনজ্যুমার ব্যাংকিং বিভাগের ফাইন্যান্স ও স্ট্র্যাটেজির প্রধান ছিলেন।
২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত একই ব্যাংকের বাংলাদেশের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। সেলিম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতক ডিগ্রি ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি নেন।