Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

66খোলা বাজার২৪ ॥ রবিবার ৮ নভেম্বর ২০১৫: বিএনপির নির্বাচনে আসার মওদুদ আহমদের ‘ইঙ্গিত’কে অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগ নেতা স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
রোববার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় নাসিম বলেন, “গতকাল বিএনপি নেতা মওদুদ আহমদ বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আর ফাঁকা মাঠে গোল দিতে দেওয়া হবে না। ওনার কথায় মনে হচ্ছে, সামনের নির্বাচনে তারা অংশ নেবে। আমি এই ইঙ্গিতকে অভিনন্দন জানাই।”
আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দেওয়ার দল নয় বলেও জানান তিনি।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, “নির্বাচনে আসুন মাঠে খেলা হবে। আশা করি, আপনাদের অবস্থা জিম্বাবুয়ের মতো হবে না। যাতে আপনাদের অবস্থা এমন না হয় এর জন্য দোয়া করি।”
শনিবার জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়ে মওদুদ আহমদ সাংবাদিকদের বলেছিলেন, পৌরসভা নির্বাচনের বিষয়ে তারা কোনো সিদ্ধান্ত না নিলেও খালেদা জিয়া দেশে ফেরার পর এ বিষয়ে বাস্তবমুখী সিদ্ধান্ত হবে বলে তিনি আশা করছেন।
তিনি বলেন “খুব সম্ভবত আমরা নির্বাচনে যাব।”
মওদুদের ওই বক্তব্যকে মেয়াদ শেষে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ‘ইঙ্গিত’ হিসেবেই উল্লেখ করেন মোহাম্মদ নাসিম।
‘দৈনিক তথ্য দর্পন’ নামে একটি পত্রিকা ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে।
সংলাপের সম্ভাবনার কথা নাকচ করে নাসিম বলেন, “এই দেশে কোনো রাজনৈতিক সংলাপ সফল হয়নি। সব সংলাপ ব্যর্থ হয়েছে।
“আসলে সংলাপ ও সমঝোতার কথা শুনতে ভালোই লাগে, তবে এই সংলাপ হওয়ার কোন সম্ভাবনা নেই। সংলাপ হবে না। বেগম খালেদা জিয়া নিজেই সংলাপের পরিবেশ নষ্ট করেছেন।”
যুদ্ধাপরাধীদের ইস্যুতেও সংলাপ সফল হওয়ার সম্ভাবনা দেখছেন না জানিয়ে তিনি বলেন, “যদি এই বিষয়টি নিয়ে সংলাপের কথা বলা হয়, তবে কি সংলাপ সফল হবে? হবে না। কারণ বিএনপি তাদের পক্ষ নিয়ে কথা বলতে আসবে। সুতরাং সংলাপ সংলাপ করে নাটক করবেন না।”
দৈনিক তথ্য দর্পনের সম্পাদকমণ্ডলীর সভাপতি মো. মুজিবর রহমান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না, প্রধান মন্ত্রীর সাবেক মুখ্য সচিব মো. আব্দুল করিম, শফিউল হক মিঠু প্রমুখ।