খোলা বাজার২৪ ॥সোমবার, ৯ নভেম্বর ২০১৫: বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার স্ত্রী চিত্রশিল্পী আসমা কিবরিয়া আর নেই।
সোমবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
গতবছর সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে অস্ত্রোপচারের মাধ্যমে আসমার টিউমার অপসারণ করা হয়েছিল। তার বয়স হয়েছিল ৭৮ বছর।
তার ছেলে ড. রেজা কিবরিয়া জানান, ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মায়ের ‘হার্ট অ্যাটাক’ হয়। এরপর ৯টা ১০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিকালে আসরের পর গুলশানের আজাদ মসজিদে আসমা কিবরিয়ার জানাজা হবে। আর মাগরিবের পর বনানী কবরস্থানে আবার জানাজার পর সেখানেই তাকে দাফন করা হবে।
শাহ এ এম এস কিবরিয়া ও আসমা কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া একজন অর্থনীতিবিদ। আর তাদের মেয়ে নাজলী কিবরিয়া বস্টন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সহযোগী অধ্যাপক।