খোলা বাজার২৪ ॥সোমবার, ৯ নভেম্বর ২০১৫: নিজের মনের আক্ষেপ প্রকাশ করে ভারতের যোগগুরু বাবা রামদেব বলেছেন, গায়ের রং সাদা হলে নোবেল পুরস্কার আসি পেতাম। তা না হলে যোগবিদ্যা নিয়ে তাঁর এত বছরের সাধনা, এত মানুষের দুরারোগ্য ব্যাধি সারিয়ে দেওয়া, এত বছরের সব ভালো কাজের স্বীকৃতি হিসেবে নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য ছিলেন তিনি। শুধুমাত্র গায়ের রংই তাঁর পুরস্কারপ্রাপ্তির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। কারণ নোবেল পাওয়ার যোগ্য হিসেবে শুধু শেতাঙ্গদেরই নির্বাচন করা হয় বলে তাঁর দাবি। শুধু গায়ের রঙের কারণেই নাকি নোবেল পুরস্কার পাননি ভারতের যোগগুরু বাবা রামদেব। তাঁর বিশ্বাস, শুধু গায়ের চামড়াটা আরেকটু সাদা হলেই পেয়ে যেতেন নোবেল পুরস্কার।
গত শনিবার ভারতের রাঁচি শহরে এক যোগশিবিরে অংশ নিয়ে নোবেল না পাওয়ার বিষয়ে এসব আক্ষেপ করেন বাবা রামদেব। আর যখন তিনি এই মন্তব্য করেন, সে সময় সামনে উপস্থিত ছিলেন ঝাড়খণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী রঘুবর দাস।
রামদেব বলেন, ‘আমি এই পর্যন্ত যোগব্যায়ামের মাধ্যমে সমাজের অনেক কল্যাণ করেছি। অনেক ক্যানসারের রোগীকে সারিয়ে তুলেছি। আজ তারা যোগব্যায়ামের মাধ্যমে সুস্থ হয়েও উঠেছেন। শুধু ক্যানসার নয়, ক্যানসার ছাড়াও অনেক দুরারোগ্য রোগও সারিয়েছি আমি। সুতরাং অবশ্যম্ভাবী নোবেল পুরস্কার পেতে পারতাম আমি। কিন্তু যারা নোবেল পুরস্কার দেয়, তারা শুধুমাত্র শ্বেতাঙ্গদেরই নির্বাচন করে। ফলে আমার যোগ্যতা এবং কৃতিত্ব থাকা সত্ত্বেও যোগশাস্ত্রে নোবেল সম্মান পাওয়া থেকে বঞ্চিত হয়েছি আমি।’
এদিকে রামদেব বাবার এই মন্তব্য প্রকাশ পাওয়ার পর ভারতজুড়ে এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো দারুণ সরব হয়ে উঠেছে রামদেবের নোবেলবিষয়ক দাবি নিয়ে।