খোলা বাজার২৪ ॥সোমবার, ৯ নভেম্বর ২০১৫: দ্বিতীয় ওয়ানডেতেও জিম্বাবুয়ের বিপক্ষে জয়ে লক্ষ্য নিয়ে আজ মাঠে নামছে মাশরাফি বাহিনী।
সোমবার দুপুর ১টায় মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে দিবা রাত্রির এ ম্যাচটি।
অলরাউন্ডার সাকিব আল হাসানের অনুপস্থিতিতেও জয়ের লক্ষ্যে মাঠে নামবে টাইগাররা। সফরকারী জিম্বাবুয়ের বিরুদ্ধে ৩ ম্যাচ সিরিজের প্রথমটিতে জয়ের আনন্দ বাড়তি অনুপ্রেরণা জোগাবে টাইগারদের।
গত ডিসেম্বরে জিম্বাবুয়ে দলের বিরুদ্ধেই জয়ের সূচনা হয়েছিলো। এরপর একে একে পাকিস্তান, ভারত এবং দক্ষিণ আফ্রিকাকে হারায় মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন দলটি। এছাড়াও জিম্বাবুয়ের বিরুদ্ধে দ্বিপক্ষীয় সিরিজে জয় পরাজয়ের পরিসংখ্যানে ৯-৬ ব্যবধানে এগিয়ে যাবে বাংলাদেশ দল।
প্রথম ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিং করে দলের জয়ে বড় ভূমিকা রাখা সাকিব সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে কাল রাতেই আমেরিকা চলে গেছেন। তার পরিবর্তে দলে এসেছেন এনামুল হক বিজয়।