খোলা বাজার২৪ ॥সোমবার, ৯ নভেম্বর ২০১৫: বিচিত্র সব ঘটনার দেশ ভারত যেখানে প্রতিদিনই ঘটে নানান সব অদ্ভুত ঘটনা। কখনো দেখা যায় জীবিত মানুষকে স্বর্গে পাঠানোর জন্য আগুনে দিতে আবার দেখা যায় মৃত লাশকে কবর থেকে তুলে জিন্দা করার ব্যর্থ চেষ্টা করতে।
এবার দেখা গেল শিশুদেরকে অভিনব পন্থায় গোসল করাতে। এখানে গোসল বললে ভুল হবে আসলে তারা তাদের বাচ্চাদের লন্ড্রীর কাপড়ের মত ধোলাই করছেন। অনেকের কাছে শিশুদের এমনভাবে গোসল করানোকে অমানবিক মনে হতে পারে তবে তাদের কাছে বিষটি খুবই স্বাভাবিক।