খোলা বাজার২৪ ॥সোমবার, ৯ নভেম্বর ২০১৫: বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘বিএনপিকে নির্মূল করার জন্যই বিএনপির সিনিয়র নেতাদের নামে মিথ্যা মামলা দিচ্ছে সরকার।’
সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ড. আসাদুজ্জামান রিপন এসব কথা বলেন।
তিনি বলেন, ‘অপরদিকে সরকার দলীয় নেতাদের নামের সব মামলা প্রত্যাহার করে নিয়েছে সরকার। সরকারের ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।’
রিপন বলেন, ‘তারেক রহমান আদালতের নির্দেশেই চিকিৎসার জন্য বিদেশে রয়েছেন। তিনি পলাতক নয়। তাই বিএনপি মনে করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা আইনসম্মত হয়নি। তার বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।’
তিনি বলেন, ‘মিয়ানমারের ঐতিহাসিক নির্বাচনে বিপুল ভোটে গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেত্রী অং সান সুচির দল বিজয় অর্জন করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন। ইতিমধ্যে নিজেদের পরাজয় মেনে নিয়েছে সামরিক বাহিনীর সমর্থনপুষ্ট ক্ষমতাসীনরা। এ দিকে আওয়ামী লীগ নেতা মরহুম শাহ কিবরিয়ার স্ত্রীর মৃত্যুতে আসমা কিবরিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন খালেদা জিয়া।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন জসিম প্রমুখ।