Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

71খোলা বাজার২৪ ॥সোমবার, ৯ নভেম্বর ২০১৫: সৌন্দর্য চর্চার জন্য আপনার আর হাজার হাজার টাকা নষ্ট করতে হবে না। ঘরে বসে নিজে থেকেই সকল পরিচর্চা করতে পারবেন। সুন্দর ত্বকের জন্য ব্যবহার করতে পারেন কলা দিয়ে তৈরি করা ফেসপ্যাক।
কলা শুধু একটি স্বাস্থ্যকর ফল নয়, সাথে সাথে এটি আমাদের ত্বকের জন্য অনেক উপকারী। এখানে কলার ৫টি ভিন্ন প্যাক নিয়ে আলোচনা করা হল। যা আমাদের ত্বকের বিভিন্ন উপায়ে সাহায্য করে-
১. শুষ্ক ত্বকের জন্য:
পাকা কলার সাথে ভাল করে মধু মিশিয়ে নিন। এবার আপনার মুখ ও গলায় তা করে লাগিয়ে রাখুন। ২০ থেকে ২৫ মিনিট পর হালকা গরম পানি দিয়ে মুখ ও ঘাড় পরিষ্কার করে ফেলুন।
২. ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে:
পাকা লেবুকে ভাল করে থেতলে নিন। এবার এর সাথে ২ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে তা আপনার মুখ, গলা ও ঘাড়ে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৩. প্রাকৃতিক স্ক্রাব:
কলা ও চিনিকে ভালভাবে মিশিয়ে নিন। এবার এটি আপনার মুখে ভালভাবে ঘষে নিন। এটি আপনার ত্বক প্রাকৃতিকভাবে ময়েশ্চারাইজ করবে এবং ত্বকের মরা চামড়া উঠাতে সাহায্য করবে।
৪. বয়সের ছাপ কমাতে:
অ্যভাকাডো ও কলার মিশ্রণ তৈরি করে তা ২০ মিনিটের জন্য ত্বকে লাগিয়ে রাখুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৫. দমকা চোখ:
একটি পাকা কলার অর্ধেক নিয়ে তা ভালভাবে থেতলে নিন। এরপর আপনার চোখের চারপাশে ভালভাবে লাগিয়ে রাখুন। লাগানোর ১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন।
এই ৫টি ফেসপ্যাক আমাদের ত্বকের জন্য অনেক উপকারী। আশা করি , আপনারা উপকৃত হবেন।–সূত্র: টাইম্স অফ ইন্ডিয়া।