Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

2খোলা বাজার২৪ ॥মঙ্গলবার, ১০ নভেম্বর ২০১৫: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি’র মন্তব্য এখতিয়ার বহির্ভূত উল্লেখ করে তাদের সমন জারি করে বিশেষ অধিকার কমিটির সামনে অনতিবিলম্বে হাজির করার প্রস্তাব করেছেন সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা।
টিআইবি’র সাম্প্রতিক সংবাদ সম্মেলনের বক্তব্যের বিষয়ে আজ সংসদে পয়েন্ট অব অর্ডারে বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ প্রথমে বক্তব্য রাখেন। এরপর একই বিষয়ে বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সরকারি দলের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, আবুল কালাম আজাদ, জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ, জাসদের মইনউদ্দিন খান বাদল ও স্বতন্ত্র সদস্য মো. রুস্তম আলী ফরাজী।
টিআইবি’র জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়ে রওশন এরশাদ বলেন, টিআইবি জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত এই সংসদকে ‘পুতুল নাচের নাট্যশালা’ বলেছে। তারা কি তাদের গণ্ডির মধ্যে থেকে সংসদ নিয়ে এ ধরনের মন্তব্য করেছেন? এটি কি তাদের কর্মকা-ের মধ্যে থেকেই বলা হয়েছে? টিআইবি বিরোধীদলকে কথিত বিরোধীদলও বলেছে, তারা কোন ধরনের বিরোধীদল চেয়েছিল? আগের বিরোধীদল এই সংসদে ফাইল ছোড়াছুড়ি করেছে। তারা তাদের বক্তব্যে সব সময় বাজে মন্তব্য করতো। এমনকি প্রয়াত নেতাদের নিয়েও বাজে মন্তব্য করা হতো। তারা হয়ত এ ধরনের বিরোধীদলই চেয়েছিলেন।’
টিআইবি’র আয়ের উৎস খতিয়ে দেখার দাবি জানিয়ে তিনি বলেন, তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। নতুন নির্বাচন দাবি করেছে। এটা তাদের কর্মক্ষেত্রের মধ্যে কতটুক যৌক্তিক?
তিনি বলেন, তারা আজ নতুন নির্বাচন চান। যখন দেশে হরতাল-অবরোধের নামে নাশকতা করে মানুষ পুড়িয়ে মেরেছে তখন তো তারা কোন কথা বলেনি।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, সংসদ নিয়ে টিআইবি’র বক্তব্য এখতিয়ার বর্হিভূত। তাদের সমন জারি করে সংসদের বিশেষ অধিকার কমিটিতে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হোক।
তিনি বলেন, সংবাদ সম্মেলনে নতুন নির্বাচন দাবি করে টিআইবি প্রমাণ করেছে তারা বিএনপির অঙ্গ সংগঠন।
বাণিজ্যমন্ত্রী বলেন, তাদের আয়ের উৎস খুঁজে বের করতে হবে। কারা তাদের ইন্ধন দিচ্ছে। তারা কোন দিনই বাংলাদেশের প্রশংসা করেনি। বাংলাদেশ যখন অর্থনীতির প্রতিটি সুচকে এগিয়ে রয়েছে, যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আন্তর্জাতিক বিশ্বে প্রশংসা অর্জন করছে, দেশে যখন যুদ্ধাপরাধীদের বিচার চলছে তখন তারা এধরনে বক্তব্য দিচ্ছে। এতে তাদের উদ্দেশ্য স্পষ্ট হয়ে উঠেছে।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, সংসদকে নিয়ে টিআইবির মন্তব্য দৃষ্টতার সীমালংঘন করেছে।
তিনি বলেন, কান থাকতে বধির, চোখ থাকতে অন্ধ এ ধরনের প্রতিষ্ঠান হচ্ছে টিআইবি। তিনি সংসদ, রাষ্ট্র ব্যবস্থা এবং সংবিধান নিয়ে নির্মম কৌতুক বন্ধ করে পরিমিতিবোধ রেখে মানুষের প্রতি আনুগত্য প্রদর্শন করে বক্তব্য রাখার জন্য টিআইবিকে পরামর্শ দেন।
কৃষিমন্ত্রী বলেন, ‘পুতুল নাচ আপনারা নাচেন, যখন দম দেয় তখন নাচেন, আবার দম দেয়া বন্ধ হলে চুপসে যান। সামরিক শাসনের সময় টু শব্দটি করেন না। কিন্তু গণতন্ত্র থাকলেই বাড়তি কথা বলেন।’
টিআইবিকে তিন দিনের মধ্যে অবনত মস্তকে ক্ষমা প্রার্থনা করার দাবি জানিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, পৃথিবীর অন্যান্য দেশে টিআইবি বিধিবদ্ধ সংস্থা হিসেবে তাদের কার্যক্রম পরিচালনা করে। এদেশেও তাদের কার্যক্রম আইনের আওতায় আনতে হবে।
তিনি বলেন, সার্বভৌম পার্লামেন্টকে পুতুল নাচের নাট্যশালা বলে মন্তব্য করে টিআইবি রাষ্ট্রদ্রোহের অপরাধ করেছে।