খোলা বাজার২৪ ॥মঙ্গলবার, ১০ নভেম্বর ২০১৫: আলাদিনের যাদুর চেরাগের কথা আমাদের অনেকের জানা আছে। আরব্য উপন্যাসের আলাদিন নামে এক বিস্ময় বালক একটা লাল রঙের গালিচার চড়ে গোটা আরব ঘুরে বেড়াত। কখনো প্রেমিকার ঘরের জানালা দিয়ে ঢুকে পড়ে আবার কখনো এক পলকেই আকাশে ভেসে বেড়াচ্ছে।
হ্যাঁ, এবার সেই আলাদিনেরই দেখা পাওয়া গেছে এবার। তবে বর্তমানের আলাদিন একটু অন্য স্বভাবের। কেননা তিনি এ যুগের আলাদিন। তার দেখা পাওয়া গেছে নিউইয়র্কের ব্যস্ততম সড়কে। লাল গালিচার ওপর সাওয়ার আলাদিন।
রাস্তা ভর্তি মানুষের মধ্য দিয়ে হুশ হুশ করে ঘুরে বেড়াচ্ছেন তিনি। আশপাশের সবাই যা দেখে হা করে তাকিয়ে আছেন। কেউ কেউ ‘ও মাই গড’ বলে সাথে সাথে ক্যামেরায় ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন। আর কেউ তার পিছনে ছুঁটছেন।