Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

18খোলা বাজার২৪ ॥মঙ্গলবার, ১০ নভেম্বর ২০১৫: ছন্দে ফেরা ইমরুল কায়েসের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন মাশরাফি বিন মুর্তজা। তবে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ‘ভুল সময়ে’ আউট হওয়ায় সতীর্থকে সতর্ক করতেও ভুলেননি অধিনায়ক। ম্যাচসেরা
সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ৫৮ রানের জয়ে দারুণ ভূমিকা ছিল বিশ্বকাপের পর প্রথমবারের মতো দেশের হয়ে ওয়ানডে খেলতে নামা ইমরুলের। ৭৬ রানের চমৎকার ইনিংসের সুবাদে ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে থিতু হওয়া ব্যাটসম্যানদের নিজেদের ইনিংস যতটা সম্ভব বড় করার তাগিদ দেন টানা পাঁচটি সিরিজ জয়ে দলকে নেতৃত্ব দেওয়া মাশরাফি।
“ইমরুল ফিরে এসেছে, এই ইনিংসটায় স্বস্তি পাবে। পাশাপাশি এটাও চাইব, পরেরবার এই অবস্থায় থাকলে যেন সেঞ্চুরি করে। যে সময়টায় আউট হয়েছে, ওর সামনেই বলছি আমরা চাইনি তখন ও আউট হোক। নাসির (হোসেন) ছাড়া পরে আর কোনো ব্যাটসম্যান ছিল না। আশা করি, পরেরবার সুযোগটা সে হাতছাড়া করবে না।”
সৌম্য সরকারের চোটে দলে এসেছেন ইমরুল। আর সাকিব আল হাসানের জায়গায় একাদশে এসে খেলেছেন ভালো একটি ইনিংস। মাশরাফি মনে করেন, সোমবার ইমরুল যেভাবে ব্যাটিং করেছেন সেটা তার দায়িত্বই ছিল।
“সবারই দায়িত্ব পারফর্ম করা। এটাই বাস্তবতা। সৌম্য না থাকায় ইমরুল ফিরে রান করেছে। এটা ওদের দুজনের জন্য যেমন ভালো, দলের জন্যও ভালো। সৌম্য যখন ফিরবে, আমি অবশ্যই বলব, সেটা চাপ হবে না। কারণ আমরা খুব ভালো ইউনিট হিসেবে সবাই পরস্পরের সাফল্য উপভোগ করব।”
গত বছর মার্চে পাকিস্তানের সর্বশেষ ওয়ানডেতে অর্ধশতক করেছিলেন ইমরুল। এরপর থেকে দুই অঙ্কেই যেতে পারছিলেন না তিনি। বিশ্বকাপে তিন ম্যাচ মিলিয়ে করেছিলেন ৯ রান। তারপর থেকে ওয়ানডে দলে উপেক্ষিত ছিলেন তিনি।
এবার দলে ফিরে রান পাওয়ায় খুশি ইমরুল, “আমি মনে করি, আমার জন্য প্রত্যেকটি ইনিংসই গুরুত্বপূর্ণ। বিশ্বকাপে ভালো না খেলায় আমার খারাপ লাগছিল। আমি চিন্তা করেছিলাম, সামনে কোনও সুযোগ এলে নিজেকে প্রমাণ করার চেষ্টা করবো। ভাগ্যক্রমে আজকে আমি সেই সুযোগ পেয়েছি এবং এটা কাজে লাগাতে পেরেছি।”
রানের ফেরার খুশি থাকলেও একাদশ ওয়ানডে অর্ধশতককে শতকে পরিণত করতে না পারার হতাশাও আছে ইমরুলের।
“অবশ্যই (আক্ষেপ) আছে। আমি বাজে একটা সময়ে আউট হয়েছি। ওই সময় দলের চাপ ছিল। আমি ড্রেসিংরুমে গিয়ে চিন্তা করেছি, আমার ওভাবে খেলাটা ঠিক হয়নি। পরবর্তী সময়ে এমন সুযোগ এলে সেটা সেঞ্চুরি হয়ে যাবে।