খোলা বাজার২৪ ॥মঙ্গলবার, ১০ নভেম্বর ২০১৫: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে দেশিয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। কিন্তু দেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।
ইতোমধ্যে সরকার অরাজকতা সৃষ্টিকারীদের আইনের আওতায় এনে দমন করেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় নূর হোসেন দিবস পালন উপলক্ষে শহীদ নূর হোসেন সংসদ আয়োজিত আলোচনা সভায় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান খান বলেন, বর্তমান পরিস্থিতি সামাল দিতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে সরকার।
শহীদ নূর হোসেন সংসদের সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের পরিচালক তছলিম আহমেদ, আওয়ামী লীগ নেতা এম এ করিম।