খোলা বাজার২৪ ॥মঙ্গলবার, ১০ নভেম্বর ২০১৫: নাশকতা প্রতিরোধে মেহেরপুর জেলা বিএনপি যুগ্ম সম্পাদক ফারুক হোসেনসহ বিএনপি-জামায়াতের ৫৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে জেলার তিনটি উপজেলায় অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।
আটককৃতদের মধ্যে সদর থানায় ২৬, মুজিবনগর থানায় ১৭ এবং গাংনী থানায় ১৩ বিএনপি-জামায়াত কর্মীকে আটক করা হয়।
মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম জানান, নাশকতা প্রতিরোধের অভিযানের অংশ হিসেবে গতরাতে জেলার তিনটি থানা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জামায়াত-বিএনপির ৫৬ নেতাকর্মীকে আটক করা হয়। এদের মধ্যে পুর্বের নাশকতা মামলার কয়েকজন আসামি রয়েছেন। যাচাই-বাছাই শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।