Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

22খোলা বাজার২৪ ॥মঙ্গলবার, ১০ নভেম্বর ২০১৫: দীপাবলি উৎসব ও শ্যামাপূজা মঙ্গলবার। শিশিরঝরা হেমন্তের ঘোর অমাবস্যার এ তিথিতে দীপাবলির আলোকে উদ্ভাসিত হয়ে উঠবে চারদিক।
বাংলায় ‘দীপাবলি’, হিন্দিতে ‘দিওয়ালি’– যার অর্থ প্রদীপের সারি বা আলোক উৎসব, যে প্রদীপের আলোয় দূর হয় সকল অশুভ শক্তি, ঘটে শুভ শক্তির আবির্ভাব।
হিন্দু ধর্মাবলম্বীদের মতে, এ মাহেন্দ্রক্ষণে দুষ্টের দমন ও শিষ্টের লালনের মাধ্যমে ভক্তের জীবনে কল্যাণের অঙ্গীকার নিয়ে পৃথিবীতে আগমন ঘটে শ্যামা বা কালী দেবীর। শ্যামা দেবী শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সংগ্রামের প্রতীক।
হিন্দু সম্প্রদায় উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্যামাপূজা উদযাপন করবে। রাতে মণ্ডপে মণ্ডপে শ্যামা দেবীর পূজা আয়োজিত হবে। প্রসাদ বিতরণ, আরতি, ধর্মীয় সঙ্গীত, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকসজ্জা প্রভৃতি কর্মসূচিও রয়েছে। একই সঙ্গে সন্ধ্যায় মন্দির, মণ্ডপ ও হিন্দুদের ঘরে ঘরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দীপাবলি উদযাপিত হবে।
শ্যামাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরসহ দেশের পূজামণ্ডপগুলোতে প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে বিকেলে দেশ ও জাতির মঙ্গল কামনা করে সহস্র প্রদীপ জ্বালানো হবে।
কালীপূজা উপলক্ষে বরদেশ্বরী কালীমাতা মন্দিরে সন্ধ্যা ৭টায় ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিত থাকার কথা রয়েছে।
এ ছাড়া রাজধানীর রমনা কালীমন্দির ও মা আনন্দময়ী আশ্রম, সিদ্ধেশ্বরী কালীমন্দির, বনগ্রাম রোডের রাধা গোবিন্দ জিও ঠাকুর মন্দির, জয়কালী মন্দির রোডের রামসীতা মন্দির, রায়েরবাজার শেরেবাংলা রোড কালীমন্দির, পোস্তগোলা শ্মশান, লালবাগ শ্মশান, ঠাঁটারীবাজার, শাঁখারীবাজার, তাঁতীবাজার, ফরাশগঞ্জ, লক্ষ্মীবাজার, বাংলাবাজার, সূত্রাপুর, দয়াগঞ্জ, শ্যামবাজার, কোতয়ালী, নারিন্দা, যুগীনগর, নবাবপুর, রাজারবাগ, বাড্ডা, মতিঝিল, রমনা, গুলশান, মোহাম্মদপুর, মিরপুর ও শ্যামপুরসহ বিভিন্ন স্থানেও শ্যামাপূজা উদযাপিত হবে।