খোলা বাজার২৪ ॥মঙ্গলবার, ১০ নভেম্বর ২০১৫: রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ মঙ্গলবার দুই দিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন। আজ সকাল ১১টায় তিনি নগরীর হালিশহরে সেনাবাহিনীর আর্টিলারি ক্যাম্পে পৌঁছে সেখানে একটি পুনর্মিলনীতে অংশ নেবেন। চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (বিশেষ শাখা) মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া জানান, রাষ্ট্রপতি আজ মঙ্গলবার সকাল ১১টায় হেলিকপ্টারযোগে নগরীর হালিশহরে সেনাবাহিনীর আর্টিলারি ক্যাম্পে আসবেন। সেখানে একটি পুর্নমিলনী ও ভাস্কর্য উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া আরও জানান, সেনাবাহিনীর আর্টিলারি ক্যাম্পে মধ্যাহ্ন ভোজ শেষে বিকেল ৩টায় নন্দনকানন বৌদ্ধবিহার (বৌদ্ধমন্দির) পরিদর্শনে যাবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সেখানে তিনি একটি নাগেশ্বর গাছের চারা রোপণ করবেন। এরপর তিনি পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে রাত যাপন করবেন। এদিকে, রাষ্ট্রপতির সফরকে ঘিরে নগরীতে পরিস্কার পরিচ্ছন্নতা ও বিভিন্ন সড়কে রং করতে দেখা গেছে। এ ছাড়া নগরীতে চলছে সাজগোছের নানা কাজও। নন্দনকাননের বৌদ্ধবিহারে রাষ্ট্রপতির গাছ রোপণের জায়গাটিকে শ্বেতপাথর দিয়ে বাঁধাই করে দেওয়ার কাজ চলছে।
বৌদ্ধ সমিতির চট্টগ্রাম শাখার সহসভাপতি নৃপতি রঞ্জন বড়ুয়া সোমবার জানান, রাষ্ট্রপতি আবদুল হামিদের আগমন উপলক্ষে পুরো বৌদ্ধবিহারকে ধুয়েমুছে নতুনভাবে সাজানো হচ্ছে। চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানাগেছে, সেনাবাহিনীর আর্টিলারি ক্যাম্পের অনুষ্ঠান ও বৌদ্ধবিহার পরিদর্শন ছাড়াও মঙ্গলবার চট্টগ্রামে বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। পরদিন বুধবার সকাল ১১টায় তিনি চট্টগ্রাম সেনানিবাস থেকে হেলিকপ্টারযোগে কক্সবাজার যাবেন। সেখানে বিভিন্ন কর্মসূচিতে তার অংশ নেওয়ার কথা রয়েছে।