Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

27খোলা বাজার২৪ ॥মঙ্গলবার, ১০ নভেম্বর ২০১৫: নাটোরের সিংড়া ও গুরুদাসপুর উপজেলার উপনির্বাচন ছলছে। এ দুটি উপজেলায় মঙ্গলবার সকাল ৮টায় একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
২৩ আগস্ট সিংড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএনপি সমর্থিত আবুল কালাম আজাদ ও গুরুদাসপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রহিম মোল্লার মৃত্যুতে এ দুটি পদ শূন্য হয়।
সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রয়েছেন আওয়ামী লীগ সমর্থিত ভিপি শফিকুল ইসলাম শফিক (দোয়াত-কলম), বিএনপি সমর্থিত প্রয়াত উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের স্ত্রী ফয়জুন নেছা পুতুল (আনারস), ওয়ার্কার্স পার্টি সমর্থিত মিজানুর রহমান মিজান (ঘোড়া) ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সমর্থিত মাওলানা আলহাজ আজিজুর রহমান (মোটরসাইকেল)।
অপরদিকে গুরুদাসপুর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ সমর্থিত চারজন ও বিএনপি সমর্থিত একজন। আওয়ামী লীগ সমর্থিতরা হলেন- হাফিজুল রহমান (উড়োজাহাজ), আলাল শেখ (চশমা), সালাম মোল্লা (টিউবওয়েল) ও নজরুল ইসলাম (তালাচাবি) এবং বিএনপি সমর্থিত প্রার্থী মোহম্মদ আলী (টিয়া পাখি)। এ উপজেলায় ৬৪টি কেন্দ্রে এক লাখ ৪৯ হাজার ৩৫৪ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ৭৩ হাজার ৯০৮ জন ও নারী ৭৫ হাজার ৪৪৬ জন।
এদিকে নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ প্রশাসনের পাশাপাশি যে কোনো রকম বিশৃঙ্খলা ও সহিংসতা দমনে ১৩ জন ম্যাজিস্ট্রেটসহ বিজিবি ও র‌্যাব সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছেন।