Mon. Aug 18th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

36খোলা বাজার২৪ ॥মঙ্গলবার, ১০ নভেম্বর ২০১৫: রাজধানীর পল্টন ও মুগদা থানায় দায়ের করা নাশকতার তিন মামলায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাংবাদিক শওকত মাহমুদকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার এ বিষয়ে দায়ের করা আলাদা আবেদনের শুনানি শেষে বিচারপতি এম.ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।
আদালতে শওকত মাহমুদের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। এর আগে গতকাল সোমবার ৩ মামলায় এবং ৫ নভেম্বর আরো ২ মামলায় আদালত তাকে জামিন দেন। এ নিয়ে মোট ৮ মামলায় জামিন পেলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক এ সভাপতি।
উল্লেখ্য, গত ১৮ আগস্ট রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারের গেট থেকে শওকত মাহমুদকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোয় মোট ১২ দিনের রিমান্ডে নেয়া হয় তাকে। শওকত মাহমুদকে এ পর্যন্ত মোট ২০টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে বন্দি রয়েছেন।

অন্যরকম