খোলা বাজার২৪ ॥মঙ্গলবার, ১০ নভেম্বর ২০১৫: সিলেটের শিশু রাজন ও খুলনার রাকিব হত্যা মামলার ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে দাখিল করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে দুই হত্যা মামলার ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে দাখিল করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন অতিরিক্ত রেজিস্টার সাব্বির ফয়েজ।
গত ৮ নভেম্বর রবিবার দেশের বহুল আলোচিত সিলেটের শিশু রাজন হত্যা এবং খুলনার রাকিব হত্যা মামলার রায় হয়। দুই মামলার রায়ে আদালত ছয়জনের ফাঁসির দণ্ডাদেশ দেন। ঘটনার মাত্র চার ও তিন মাসের মাথায় এ ঘটনা দুটির বিচারের রায় হয় যা বাংলাদেশের ইতিহাসে নিম্ন আদালতে দ্রুততেম রায় হওয়ার নজির।
গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে সামিউল আলম রাজনকে চোর সাজিয়ে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়। এবং গত ৩ আগস্ট বিকেলে খুলনা নগরীর টুটপাড়া এলাকায় শরীফ মটর্সে কম্প্রেসার মেশিন দিয়ে শিশু রাকিবের পায়ূপথে হাওয়া ঢুকিয়ে হত্যা করা হয়।