Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

51খোলা বাজার২৪ ॥মঙ্গলবার, ১০ নভেম্বর ২০১৫: যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত ২০ লাখ ৫ হাজার ৭২০ জন যুবক ও যুবমহিলাকে আতœকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার। মঙ্গলবার জাতীয় সংসদে তিনি এসব তথ্য দেন।
বীরেন শিকদার বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে এই পর্যন্ত ৪৫ লাখ ৭১ হাজার ৮৬০ জন যুবক ও যুবমহিলাকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। ৩৩টি প্রাতিষ্ঠানিক ও ৪১টি অপ্রাতিষ্ঠানিক ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। যাদের মধ্য থেকে ২০ লাখ ৫ হাজার ৭২০ জন যুবক ও যুবমহিলাকে আতœকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করা হয়েছে।
এছাড়া আতœকর্মসংস্থানে নিয়োজিত যুবদের প্রকল্প স্থাপন ও সম্প্রসারণের জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের ঋণ কর্মসূচির আওতায় এই পর্যন্ত ৮ লাখ ৩৯ হাজার ৫১৭ জনকে ১ হাজার ৩৮৩ কোটি ৭৭ লাখ ৮৫ হাজার টাকা ঋণ প্রদান করা হয়েছে বলেও জানান এ প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রশিক্ষিত যুবদের প্রকল্প গ্রহণ ও সম্প্রসারণের জন্য ঋণের সিলিং বৃদ্ধি করা হয়েছে এবং পরিবার ভিত্তিক কর্মসূচী দেশের ৮২টি উপজেলা থেকে বাড়িয়ে ২৫৭টি উপজেলায় উন্নীত করা হয়েছে।
দেশের সকল জেলা ও উপজেলা হতে ১ হাজার টি যুব সংগঠন কম্পিউটার ও প্রয়োজনীয় সরঞ্জামাদি দেয়া হয়েছে উল্লেখ করে তিনি জানান, এর মাধ্যমে ২৬ হাজার ৩১৬জনকে কম্পিউটর বিষয়ে ৬ মাস মেয়াদে বেসিক প্রশিক্ষণ দেয়া হয়েছে। যুব কল্যাণ তহবিল হতে ১১ হাজার ৪৮৫টি যুব সংগঠনকে ১৩ কোটি ২০ লাখ ৩১ হাজার টাকা অনুদান দেয়ার কথা জানান বীরেন শিকদার।
ন্যাশনাল সার্ভিস কর্মসূচী, যুব পশিক্ষণ কেন্দ্র স্থাপন, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন সহ বিভিন্ন চলমান প্রকল্প রয়েছে, যেগুলো দেশের বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য বলে করা হচ্ছে বলে জানান এ প্রতিমন্ত্রী।