খোলা বাজার২৪ ॥মঙ্গলবার, ১০ নভেম্বর ২০১৫: বার্সেলোনার যুগান্তকারী এক আবিষ্কারের নাম লিওনেল মেসি। বার্সেলোনাকে একাই এনে দিয়েছেন ইউরোপীয়ান শ্রেষ্ঠত্বের সব ধরনের শিরোপা। ১৩ বছর বয়সে ন্যাপকিন পেপারে করে চুক্তিবদ্ধ করে বার্সেলোনার সেই সময়ের ক্লাব ম্যানেজার আর্জেন্টিনা থেকে স্পেনে এনেছিলেন মেসিকে। এর পরের গল্পটা শুধুই ইতিহাস। তার পায়ের জাদুতে মোহিত হয় বিশ্বের কোটি কোটি ফুটবল ভক্ত। ইতিহাসের প্রথম খেলোয়ার হিসাবে পর পর ৪ বার পান ফিফা বর্ষসেরা পুরষ্কার।
সাম্প্রতিকালে মেসির কর ফাঁকির মামলা নিয়ে আবার প্রশ্ন উঠেছে। গুঞ্জন উঠেছে যে মেসি বার্সেলোনা ছেড়ে দিবেন কিন্তু সেই সিদ্ধান্তকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনার ক্লাব কর্মকর্তা। বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সমর্থকরাও হয়তো চায় মেসি চলে আসুক রিয়েলে। গত পরশু স্প্যানিশ লা লিগায় সেভিয়ার বিপক্ষে ম্যাচ চলাকালীন সময়ে রিয়াল মাদ্রিদের এক সমর্থক রিয়েল মাদ্রিদের ১০ নম্বর জার্সিতে মেসির নাম লিখে হয়তো সেই দাবি নিয়ে হাজির হয়েছিলেন স্টেডিয়ামে।