খোলা বাজার২৪ ॥মঙ্গলবার, ১০ নভেম্বর ২০১৫: রাশিয়া বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। ফিফার নিরাপত্তা প্রতিনিধি বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন। আজ দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফিফার নিরাপত্তা প্রতিনিধির সাথে বৈঠকের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন এ কথা নিশ্চিত করেন।
এর আগে নিরাপত্তা জনিত কারণে অস্ট্রেলিয়া ক্রিকেট দল তাদের নির্ধারিত বাংলাদেশ সফর বাতিল করে। পরর্তিতে অস্ট্রেলিয়া ফুটবল দলও তাদের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায় কিন্তু গত সোমবার অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুজন প্রতিনিধি দল বাংলাদেশের নিরাপত্তা বিষয়ে পর্যবেক্ষণের পর তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে। সব কিছু ঠিক থাকলে আগামী ১৪ নভেম্বর অস্ট্রেলিয়া দল ঢাকায় আসবে। ১৭ নভেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশর মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।