খোলা বাজার২৪ ॥মঙ্গলবার, ১০ নভেম্বর ২০১৫:সরকার যুগান্তকারী উদ্যোগ হিসেবে রাজশাহী নগরবাসী ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের প্রথমবারের মত
দেয়া শুরু করেছে।
গতকাল স্থানীয় সাংসদ ফজলে হোসেন বাদশা প্রধান অতিথি হিসেবে পিএন সরকারি গার্লস স্কুলে স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, প্রাথমিকভাবে পাঁচটি সরকারি স্কুল ও কলেজকে আধুনিক প্রযুক্তিগত সুবিধা সম্পন্ন আইসিটি’র আওতায় আনা হবে।
এর আগে, স্মার্ট কার্ড প্রকল্প সার্থক করতে নর্থওয়েস্টার্ন আইটি ভিলেজ লিমিটেড এর ও বিভিন্ন স্কুল কলেজের ব্যবস্থাপনা কমিটির মাঝে আইডি কার্ড তৈরির সফ্টওয়ার সম্পর্কিত একটি সমঝোতা স্বাক্ষরিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক শিক্ষার উপপরিচালক ড. শরমিন ফেরদৌস চৌধুরী, পিএন গার্লস স্কুলের প্রধান শিক্ষক শাহারা খানম, নর্থওয়েস্টার্ন আইটি ভিলেজের ব্যবস্থাপনা পরিচালক এ্যাডভোকেট আরমান আলী এবং প্রতিষ্ঠানটির পরিচালক শরিফা জাকারিয়া ও নাজমা পারভিন এবং প্রকল্পের টেকনোলজিকেল টিমের প্রধান শাহ নেওয়াজ পাভেল উপস্থিত ছিলেন।
কার্ডটির মাধ্যমে শিক্ষার্থীদের উপস্থিতি ডাকার প্রয়োজন হবে না। যখন শিক্ষার্থী কার্ডটি মেশিনে স্পর্শ করবে তাৎক্ষণিকভাবে অভিভাবকরা মোবাইল ফোনের বার্তার মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ঢোকা এবং বের হওয়ার তথ্য জানতে পারবে।
এ সময় সাংসদ বলেন, প্রকল্পে প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটে শিক্ষার্থীদের অনুপস্থিতি, উপস্থিতি, বার্তা সুবিধা, ফলাফল শিট, ভর্তি কার্ড, ট্রান্সক্রিপ্ট ইত্যাদি সম্পর্কিত তথ্য দেওয়া থাকবে। কার্যক্রম সার্থক করতে আধুনিক প্রযুক্তিগত ব্যবস্থার জন্য প্রয়োজনীয় যন্ত্র ইনস্টল করা হবে।
উদ্যোগটি সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে প্রকল্পটি সহায়তা করবে বলে তিনি উল্লেখ করেন।