Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

74খোলা বাজার২৪ ॥মঙ্গলবার, ১০ নভেম্বর ২০১৫: ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় শফিউর রহমান ফারাবীসহ তিনজনের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছে সিলেট মহানগর ২য় হাকিম আদালত। আজ মঙ্গলবার দুপুরে ওই আদালতের বিচারক আনোয়ারুল হক এ রিমান্ড মঞ্জুর করে মামলার পরবর্তী শুনানি ১৯ নভেম্বর ধার্য করেন।
প্রসঙ্গত, সকালে শফিউর রহমান ফারাবিকে আদালতে হাজির করে অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। এ মামলায় এ পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার দেখানো হলো। এদের মধ্যে ফটোসাংবাদিক ইদ্রিস আলী জামিনে আছেন ও মান্নান রাহি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক আরমান আলী জানান, এ হত্যা মামলায় ফারাবিসহ তিনজনকে আদালতে হাজির করে ১৫ দিনের রিমান্ড চাইলে আদালতের বিচারক সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন। মঙ্গলবার থেকেই তাদের জিজ্ঞাসাবাদ শুরু হবে।
উল্লেখ্য, জেলা মহানগরীর সুবিদবাজার বনকলাপাড়া এলাকায় ১২ মে সকালে ব্লগার ও বিজ্ঞান বিষয়ক লেখক অনন্ত বিজয়কে কুপিয়ে হত্যা করা হয়। আনসার উল্লাহ বাংলা-৮ নামের একটি সংগঠন এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করে।
এ ঘটনায় ওই রাতেই অজ্ঞাত চারজনকে আসামি করে নিহতের বড়ভাই রতেœশ্বর দাশ বাদী হয়ে সিলেট বিমানবন্দর থানায় হত্যা মামলা করেন। প্রথমে পুলিশ তদন্ত করলেও পরে মামলাটির তদন্তভার সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগকে দেয়া হয়।