খোলা বাজার২৪ ॥ বুধবার, ১১ নভেম্বর ২০১৫: আজ জো রুট তো কাল স্টিভেন স্মিথ। আইসিসি টেস্ট র্যাংকিং-এ দুজন খেলায় মেতে উঠেছিলেন সেরা ব্যাটসম্যানের ১ নম্বর জায়গা নিয়ে। ঠিক জেনো মিজিক্যাল চেয়ার খেলার মতো। মাস পাঁচেক ধরে চলছে এই খেলা।
গতকাল প্রকাশিত সর্বশেষ আইসিসি টেস্ট ব্যাটসম্যানের তালিকায় রুট স্মিথকে সরিয়ে আবারো শীর্ষ স্থানে উঠে এসেছেন দক্ষিন আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। প্রায় ১০ মাস পর আবার ১ নম্বর জায়গা ফিরে পেলেন ডি ভিলিয়ার্স।
এ বছর জানুয়ারীতে শ্রীলংকার কুমারা সাঙ্গাকারার কাছে শীর্ষ স্থান হারিয়েছিলেন এবি ডি ভিলিয়ার্স। বোলিংয়ে ডেল স্টেইন ও অল-রাউন্ডার র্যাংকিং-এ বাংলাদেশের সাকিব-আল-হাসান শীর্ষ স্থান ধরে রেখেছেন।