খোলা বাজার২৪ ॥বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০১৫: তারেক রহমান পুরোপুরি সুস্থ হয়ে বীরের বেশেই দেশে ফিরে আসবেন, মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাঁর দেশে ফেরা ঠেকানো যাবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
আজ বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেব ক্লাব অডিটরিয়ামে এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন। তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে এ আলোচনার আয়োজন করে যুবদল। যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, যুবদলের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজাম্মেল প্রমুখ।
নজরুল ইসলাম খান বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রচলিত আইনে আদালতের অনুমতি নিয়ে বাইরে গেছেন, চিকিৎসা চলছে। তিনি এখন অনেকটাই সুস্থ আছেন, পুরোপুরি সুস্থ হয়ে তিনি বীরের বেশেই দেশে ফিরে আসবেন। মামলা, গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাকে (তারেক রহমান) দেশে ফেরা ঠেকাতে পারবেন না। সরকারে উদ্দেশে তিনি বলেন, কত ওয়ারেন্ট জারি করবেন আপনারা। তারেক রহমান দেশে ফিরে আসবেন ইনশাআল্লাহ।
তিনি বলেন, যারা মানহানি মোকদ্দমা করেছেন, যখন ১৯৭৫ সালে ১৫ আগস্ট গোটা পরিবারের মর্মান্তিক মৃত্যু ঘটল, তখন কোথায় ছিলেন আপনারা? কেউ তো প্রতিবাদ করেননি। এখন তারেক রহমান একটা কিছু বললেই তার প্রতিবাদ হয়। রাজনৈতিক নিয়ম হলো কেউ সমালোচনা করলে রাজনৈতিক বক্তব্যের মাধ্যমেই সমালোচনার জবাব দিতে হবে।
সরকারের উদ্দেশে তিনি বলেন, গত ৯ বছরে তারেক রহমানের বিরুদ্ধে ৯ পয়সার দুর্নীতি অভিযোগ প্রমাণ করতে পারেননি। চেষ্টা তো কম করেননি। তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মিথ্যা, বানোয়াট। আপনারা তো খালেদা জিয়াকে প্রতিদ্বন্দ্বী ভাবেন, খালেদা জিয়ার অনুপস্থিতে তারেক রহমানকে মূল প্রতিদ্বন্দ্বী ভাবেন।