Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

20খোলা বাজার২৪ ॥বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০১৫: নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রথম স্ত্রীকে হত্যার পর স্বামী ও সতীনের বিরুদ্ধে লাশ নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার রাত ৯টার দিকে উপজেলার ভুইগড় চৌড়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম আসমা বেগম (২৮)। তিনি ফরিদপুরের শালতা থানাধীন আটটুকরা গ্রামের বাদশা মাদবরের মেয়ে।
আসমার চাচা দুলাল হোসেন জানান, সাত বছর পূর্বে আসমাকে বিয়ে করে তাঁদের গ্রামের বাড়ির পার্শ্ববর্তী টিলারকান্দা গ্রামের ইব্রাহীমের ছেলে মনির হোসেন। বিয়ের পর তাদের এক ছেলে এক মেয়ে সন্তান জন্মগ্রহণ করে। সম্প্রতি মনির হোসেন তাঁদের গ্রামের বাড়িতে শাহজাহানের মেয়ে শিল্পী আক্তারকে বিয়ে করে ফতুল্লায় চলে আসে। এর মধ্যে আসমাও সন্তানদের নিয়ে ফতুল্লায় এসে রেলস্টেশন এলাকায় হালিম দারোগার বাড়িতে একটি রুম ভাড়া নিয়ে সেখানে থাকেন। অন্যদিকে, মনির হোসেন ভুইগড় চৌড়াবাড়ি এলাকায় রিপনের বাড়িতে শিল্পীকে নিয়ে একটি রুম ভাড়া নিয়ে ওঠেন।
দুলাল হোসেন আরো জানান, আসমা অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ এবং মনির রাজ মিস্ত্রির কাজ করেন। পূর্ব বিরোধের জের ধরে গতকাল বুধবার রাতে আসমাকে মনির তার বাসায় ডেকে নেন। এরপর দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আসমাকে হত্যার পর মৃতদেহ নিয়ে অজ্ঞাত স্থানে চলে যান। যাওয়ার সময় পার্শ্ববর্তী লোকজনকে জানান, আসমা বিষ খেয়ে আত্মহত্যা করেছেন এবং তাকে দাফনের জন্য গ্রামের বাড়ি যাচ্ছেন তিনি। এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ওসি আসাদুজ্জামান বলেন, “অভিযোগ পেয়েছি, মৃতদেহ ফেরত আনার চেষ্টা চলছে।”