খোলা বাজার২৪ ॥বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০১৫: ফের বর্ণবৈষম্যের শিকার হল এক দল কৃষ্ণাঙ্গ ছাত্র। স্থান অস্ট্রেলিয়ার মেলবর্নের মেরিবায়ারনং। ১৫-১৬ বছরের ৬ তরুণ, আব্দুলাহি, গেরেং, এসে, মাবিওর, মহম্মদ এবং পেত্রিএজেড একটি অ্যাপেল স্টোরে গিয়েছিল। কিন্তু তাদের স্টোর থেকে প্রায় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। সিকিউরিটি গার্ড এবং স্টোরের এক কর্মী এই ছ’জনকে এসে বলেন, যাতে অবিলম্বে তারা স্টোর থেকে বেরিয়ে যায়। অ্যাপেল স্টোরের সেই কর্মীর ফোনে বাক্যালাপ রেকর্ড করেছিল এদের মধ্যে এক তরুণ। ভিডিও ফুটেজে সেই কর্মীকে বলতে শোনা গেছে, ছেলেদের দলের উপর তার সন্দেহ আছেৃ তারা দোকান থেকে জিনিস চুরি করতে পারে।
তাদের এই অভিযোগের প্রতিবাদে ছ’জনের মধ্যে একজন এগিয়ে এসে জিজ্ঞাসা করে কেন তাদের চোর বলে মনে করা হচ্ছে? কিন্তু অ্যাপেলের সেই কর্মী কোনও রকম উত্তর না দিয়ে সপাটে জবাব দেন, তাদের সঙ্গে কোনও রকম কথা বাড়াতে তিনি চান না। তাঁর কাছে নির্দেশ আছে তাদের দোকান থেকে বের করে দেওয়ার। পড়ুয়াদের এই দলের অন্যতম এসে বলে, এই বর্ণবৈষম্যে তারা হতবাক! ইতিমধ্যে সেই ভিডিও ফুটেজের ৫০ হাজার ভিউ হয়ে গেছে।
এই ঘটনার পর অ্যাপেল সংস্থার এক মুখপাত্র জানান, তাঁদের তরফে খোঁজখবর নেওয়া হচ্ছে। একটি বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘আমরা চাই প্রত্যেক গ্রাহক যেন আমাদের দোকানে এসে যথাযথ সম্মান পান। আমরা সমতায় বিশ্বাসী। জাতি, ধর্ম, বর্ণ কিংবা লিঙ্গ বৈষম্যকে আমরা কোনওভাবেই সমর্থন করি না। সেটা পৃথিবীর যেখানেই হোক না কেন।