Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

74খোলা বাজার২৪ ॥বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০১৫: খুনের অভিযোগে গ্রেপ্তার হতে হল ৮ বছরের এক শিশুকে। মা যখন ক্লাবে নাইট পার্টিতে গিয়েছিলেন, তখনই এক বছরের আর এক শিশুকে খুন করার অভিযোগ উঠেছে ধৃত শিশুটির বিরুদ্ধে।
বার্মিংহামের ঘটনা। মা ক্যাটেরা লিউইস নিজের এক বছরের মেয়ে কেলচিকে আরও কয়েকটি ছোট ছোট বাচ্চার সঙ্গে বাড়িতে রেখে পার্টিতে গিয়েছিলেন তাঁর রুমমেটের সঙ্গে। রুম মেটের ছেলের বয়স আট। আর বাকি বাচ্চাদের দুই থেকে পাঁচের মধ্যে। আট বছরের ছেলেটিকেই অন্য শিশুদের দেখে রাখার দায়িত্ব দিয়ে রাত ১১টা নাগাদ পার্টিতে গিয়েছিলেন লিউইস।
কিন্তু, লিউইসের এক বছরের কন্যা কোনও কারণে বেদম কাঁদতে শুরু করে। কোনওমতেই তাকে থামাতে না পেরে, প্রচণ্ড বিরক্ত হয়ে তার উপর চড়াও হয় আট বছরের ছেলেটি। আলাবামা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মারাত্মকভাবে কেলচির উপর ঝাঁপিয়ে পড়ে অভিযুক্ত শিশুটি। প্রচণ্ড আঘাতে সে নিথর হয়ে পড়লে, তাকে ফের বেবিকটে শুইয়ে দেয় অভিযুক্ত।
রাত দুটো নাগাদ বাড়ি ফেরার পরও মা তাঁর সন্তানকে দেখে কিছু বুঝতে পারেননি। তিনি ভেবেছিলেন কেলচি ঘুমোচ্ছে। পরদিন সকাল ১০টার পরও মেয়ের ঘুম না ভাঙায় তাঁর মনে সন্দেহ জাগে। এরপরই তিনি পুলিশে খবর দেন।
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, স্মরণাতীত কালে এত ছোট শিশুর বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠেনি। বর্তমানে মানব সম্পদ মন্ত্রকের হেফাজতে রাখা হয়েছিল অভিযুক্ত শিশুকে।