খোলা বাজার২৪ ॥বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০১৫: নামের আগে ‘মিস্টার’ বা ‘মিস’ লেখার দিন শেষ? লিঙ্গ পরিচয় হারাচ্ছে তার গুরুত্ব? কোনও মানুষের সম্পর্কে জানতে সে স্ত্রী না পুরুষ, সে বিষয়ে আধুনিক সমাজ কোনও আগ্রহ অনুভব করছে না বলে জানিয়েছে জনপ্রিয়তায় এক নম্বর অনলাইন ডিক্সনারি উরপঃরড়হধৎু.পড়স। তাদের নতুন সংস্করণে ধরা পড়েছে এই ভাবনারই প্রতিচ্ছবি।
উরপঃরড়হধৎু.পড়স সম্প্রতি তাদের শব্দভাণ্ডারে যোগ করেছে বেশ কিছু নতুন শব্দ। যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গী। নামের আগে মিস্টার বা মিস না লিখে এই গী লেখা যেতে পারে। নামের আগে গী লিখলে সংশ্লিষ্ট ব্যক্তি স্ত্রী না পুরুষ তা নির্দিষ্ট করে বোঝা যাবে না। আধুনিক প্রজন্ম সেটাই চাইছে বলে জানিয়েছে উরপঃরড়হধৎু.পড়স। যারা নিজেদের লিঙ্গ পরিচয় দিতে আগ্রহী নন, বা যারা উভলিঙ্গ, অর্থাৎ পুরুষ ও স্ত্রী – দুটি স্বত্ত্বার মধ্যেই বাঁচেন, অথবা স্ত্রী বা পুরুষ – এই নির্দিষ্ট পরিচয়ে বাঁধা পড়তে চান না, এরকম যে কেউই মিস্টার বা মিসের বদলে নামের আগে গী লিখতে পারেন। গী-এর গ বর্ণটি এসেছে লিঙ্গ পরিচয় দেওয়ার জন্য সাধারণভাবে ব্যবহৃত ঢ়ৎবভরী মিস্টার বা মিস-এর গ থেকে। আর অঙ্কে যেমন ঢ বলতে অজানা কিছু বোঝায়, সেই ধারণা থেকেই গী।
সমাজে অনেক পরিবর্তন এসেছে। নতুন সমাজ ধরা-বাঁধা অনেক কিছুই আর মেনে নিতে চাইছে না। আধুনিক প্রজন্ম যে ভাবে ভাবতে অভ্যস্ত, যে ভাষায় কথা বলতে অভ্যস্ত ডিক্সনারিতেও তার ছাপ পড়া জরুরি, বলে মনে করছে উরপঃরড়হধৎু.পড়স।