খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৩ নভেম্বর ২০১৫: শিশুদের থেকে যৌনসুখ নেওয়ার বিকৃত মানসিকতার জন্য গ্রেপ্তার করা হল ৬৫ বছরের এক সাংবাদিককে। একটি টিভি চ্যানেলের ফাঁদে পা দিয়ে স্টিং অপারেশনে হাতেনাতে ধরা পড়েছেন নামী সাংবাদিক হাসান সুরুর।
অ্যান্টি পেডোফিলিক ভিজিল্যান্ট গ্রুপের প্রতিনিধি আননোন টিভি সোশ্যাল মিডিয়ায় একটি ১৪ বছরের নাবালিকার টোপ দিয়েছিল। তাতে যোগাযোগ করেন ৬৫ বছরের ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক হাসান সুরুর। সোমবার যৌন সংসর্গ স্থাপনের উদ্দেশ্য নিয়ে লন্ডনের রাস্তায় সেই নাবালিকার জন্য তিনি অপেক্ষা করছিলেন। স্টিং অপারেশনে ক্যামেরাবন্দি করা হয়েছে তাঁর কথোপকথন ও কার্যকলাপ। তারই ভিত্তিতে এই সাংবাদিকের বিরুদ্ধে পেডোফিলিয়ার অভিযোগ এনে, তাঁকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ। সুরুরকে এ সপ্তাহেই ওয়েস্ট মিনস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হবে।
আননোন টিভির মতো একটা দল রয়েছে, যাঁরা নাবালিকা সেজে সোশ্যাল মিডিয়ায় খুঁজে বেরায় বিকৃত মানসিকতার সেইসব মানুষদের, যাঁরা শিশুদের থেকে পেতে চান যৌনসুখ। সেই ফাঁদে পা দিয়ে কেউ নাবালিকার খোঁজে যোগাযোগ করলে তাঁদের হাতেনাতে ধরে এই দল।