Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

20খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৩ নভেম্বর ২০১৫: জল্পনার অবসান। দিওয়ালির রাতেই বাগদান সেরে ফেললেন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং। পাত্রী বলিউডের অভিনেত্রী হ্যাজেল কিচ। সবকিছু ঠিকঠাক থাকলে, সামনের বছর ফেব্র“য়ারিতে তাঁরা সাত পাকে বাঁধা পড়বেন বলে খবর।
সম্পর্ক বেশ কয়েকদিনের। তবে, বিরাট-অনুষ্কার মতো কখনওই তা আসেনি জনসমক্ষে। কয়েকবার দুজনকে ডেটিং-এ যেতে দেখা গিয়েছে। তবে, লাভ লাইফকে গোপন রেখে সব জল্পনাই উড়িয়ে দিয়েছিলেন যুবরাজ। দিন কয়েক আগে হরভজন সিং ও গীতা বসরার বিয়ের রিসেপশনেও তাঁদের একসঙ্গে দেখে গিয়েছে। এরপর বন্ধু ভাজ্জির সঙ্গে একটি টুইট কথোপকথনে আন্দাজ করা গিয়েছিল দিওয়ালির আশেপাশেই অভিনেত্রী হ্যাজেল কিচের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন যুবি।