Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

21খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৩ নভেম্বর ২০১৫: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলায় হয়রানিমূলক গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশের জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল।
সংগঠনের কেন্দ্রীয় দফতর সম্পাদক মো. আক্তারুজ্জামান বাচ্চু স্বাক্ষরিত এক বিবৃতিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার সকালে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েলের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ ছাড়া ময়মনসিংহ, টাঙ্গাইল, চট্টগ্রাম, খুলনা, সিলেট, বগুড়া, মানিকগঞ্জ, নোয়াখালী, কুমিল্লা, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, সাতক্ষীরা, নাটোরসহ বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করা হয়।
অপর এক বিবৃতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর স্থানান্তরের ‘ষড়যন্ত্রের’ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু।
বিবৃতিতে তারা জানান, এ দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে গণতন্ত্র ও উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসামান্য অবদান রয়েছে। এ দেশের মানুষের হৃদয়ের গভীরে শহীদ জিয়াউর রহমানের স্থান রয়েছে। কবর স্থানান্তরের মাধ্যমে শহীদ জিয়াউর রহমানের নাম এ দেশের আপামর জনসাধারণের হৃদয় থেকে মুছে ফেলার অপচেষ্টা কখনো সফল হবে না। দেশের মানুষ ফুঁসে উঠবে এ ষড়যন্ত্র প্রতিরোধে।
বিবৃতিতে আরও বলা হয়, অবিলম্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর শেরে বাংলা নগরের সংসদ ভবনসংলগ্ন চত্বর থেকে স্থানান্তরের ষড়যন্ত্র বন্ধ করে কবরের হেফাজতের আহ্বান জানানো হয়। অন্যথায় দেশের মানুষ অবশ্যই এ ধরনের ষড়যন্ত্র রুখে দাড়াঁবে।