খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৩ নভেম্বর ২০১৫: নারায়ণগঞ্জের জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাত খুন মামলায় বাদীপক্ষের আইনজীবী এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, ‘নূর হোসেন আলোচিত সাত খুনের পরিকল্পনাকারী ও অর্থ যোগানদাতা। আমি মনে করি, তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে হলেও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তাহলে আলোচিত সাত খুনের রহস্য উন্মোচিত হবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশে এমন অনেক মামলার নজির রয়েছে, আদালতে সাক্ষ্য শুরু হওয়ার পরও যেগুলোর পুনর্তদন্ত হয়েছে। নারায়ণগঞ্জেই এমন নজির রয়েছে।’
নারায়ণগঞ্জের আদালতপাড়ায় শুক্রবার সকালে সাত খুন মামলার বাদীপক্ষের আইনজীবী এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান সাংবাদিকদের এ সব কথা বলেন।
‘নারায়ণগঞ্জের আলোচিত ১৬ জুন চাষাঢ়া আওয়ামী লীগ অফিসে বোমা হামলা মামলার ক্ষেত্রেই আদালতে সাক্ষী শুরু হওয়ার পর মামলাটি আবারও পুনর্তদন্তের দিকে গেছে’ উল্লেখ করেন তিনি।
এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ‘পুলিশ এর আগে বলেছিল নূর হোসেনের জন্য তারা অপেক্ষা করছে। নূর হোসেন দেশে ফিরলেই তাকে জিজ্ঞাসাবাদ করে আদালতে চার্জশিট দাখিল করবে। কিন্তু পুলিশ নূর হোসেনকে জিজ্ঞাসাবাদ ছাড়াই আদালতে চার্জশিট দাখিল করেছে।’
তিনি বলেন, ‘আপনারা জানেন মামলার বাদী নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি আদালতে চার্জশিটের বিরুদ্ধে নারাজি দাখিল করেছিলেন। কিন্তু আদালত তার নারাজি খারিজ করে দিয়েছেন। আমরা এ বিষয়ে উচ্চ আদালতে যাবে।