খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৩ নভেম্বর ২০১৫: চলতি বছরের জুনে ওয়ানডে অভিষেক হলেও মাত্র ৯ ওয়ানডেতেই বিশ্ব র্যাংকিংয়ের ২৫ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন মুস্তাফিজুর রহমান। ২০ বছর বয়সী বাঁহাতি পেসার এত কম সময়ের মধ্যেই উঠে এসেছেন ৪১ নম্বরে!
অন্যদিকে জিম্বাবুয়ে সিরিজে দারুণ ব্যাটিংয়ে ১৬ ধাপ এগিয়েছেন ইমরুল কায়েস। ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন আরাফাত সানিও। ৩ ম্যাচে মাত্র দুটি উইকেট পেলেও বাঁহাতি স্পিনার ১৩ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৯ নম্বরে। মুস্তাফিজের ঠিক ওপরে, ৪০ নম্বরে আছেন চোট নিয়ে বাইরে থাকা পেসার রুবেল হোসেন। র্যাংকিং এগিয়েছে নাসির হোসেনেরও। জিম্বাবুয়ে সিরিজে ৪ উইকেট নিয়ে এই অফ স্পিনার ১৬ ধাপ এগিয়ে ৭৯তম স্থানে।
প্রথম ম্যাচে ৫ উইকেট নিয়ে চার থেকে তিনে উঠে এসেছিলেন সাকিব আল হাসান। শেষ দুই ম্যাচ না খেলায় আবার নেমে গেছেন চারে। সাকিবের (৬৯৯) চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে থেকে তিনে ট্রেন্ট বোল্ট।
ব্যাটিংয়ে যৌথভাবে বাংলাদেশের শীর্ষে আছেন মুশফিকুর রহিম ও সৌম্য সরকার। সিরিজ শুরুর আগে মুশফিক ছিলেন ১৯ নম্বরে, চোটের কারণে না খেলা সৌম্য ১৭ নম্বরে। প্রথম ম্যাচের শতকের পর সৌম্যকে ১৮-তে ঠেলে ১৭-তে উঠে এসেছিলেন মুশফিক। পরের দুই ম্যাচে মুশফিক বড় রান না পাওয়ায় সিরিজ শেষে আবার দুজন একই অবস্থানে (১৭তম)।
ব্যাটিংয়ে তামিম ইকবাল আছেন ২৬ নম্বরে, সাকিব আল হাসান ৩২ ও নাসির ৩৯ নম্বর অবস্থানে। আর দুই ম্যাচ খেলে ৭৬ ও ৭৩ রান করে ইমরুল কায়েস এগিয়েছেন ১৬ ধাপ। আবার ফিরেছেন সেরা একশতে (৯৮)।
অলরাউন্ডারদের র্যাংকিংয়ে সাকিব যথারীতি শীর্ষে। ৬ ধাপ এগিয়ে ১৪ নম্বরে উঠে এসেছেন নাসির হোসেন।