Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

36খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৩ নভেম্বর ২০১৫: বাংলাদেশে চাল রফতানিতে আরোপিত শুল্ক প্রত্যাহার চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো ভারতের চিঠি খতিয়ে দেখতে জাতীয় রাজস্ব বোর্ডে পাঠানো হয়েছে।
এর প্রেক্ষিতে খাদ্য মন্ত্রণালয়ের মতামত চেয়ে চিঠি পাঠানোর প্রস্তুতি নিয়েছে এনবি আর। আগামী সপ্তাহের প্রথম দিকে চিঠিটি পাঠানো হতে পারে।
গত ১৮ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয়কে এই চিঠি দিয়েছে ভারতীয় হাইকমিশন।
ভারতীয় হাইকমিশনের চিঠিতে বলা হয়েছে, ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশে চাল রফতানি করতে আগ্রহী। এ জন্য শুল্ক একটি বাধা। চালের ওপর শুল্ক প্রত্যাহার দুই দেশের সম্পর্ক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।
ধান উৎপাদনের সঙ্গে জড়িত কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ১১ মে চাল আমদানির ওপর ১০ শতাংশ সংরক্ষণমূলক শুল্ক (আরডি) আরোপ করে এনবি আর। পরে ২০১৫-১৬ অর্থ বাজেটে আরডি বাতিল করে ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করা হয়।
ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) আবেদন এবং খাদ্য মন্ত্রণালয়ের সুপারিশের প্রেক্ষিতে শুল্ক আরোপ করা হয়েছিল।
এনবি আরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, বিষয়টি খাদ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট হওয়ার তাদের মতামত চাওয়া হয়েছে। মতামত পাওয়া গেলে বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতীয় হাইকমিশনকে জানানো হবে।