খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৩ নভেম্বর ২০১৫: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘জোট সরকার দেশে জঙ্গিবাদ সৃষ্টি করেছিল, বাংলা ভাইদের সৃষ্টি করেছিল। সেই দিনের সেই জঙ্গিবাদের নৃশংস কর্মকাণ্ডের স্মৃতি দেশের মানুষ কখনও ভুলতে পারে না।’
তাদের হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা করার জন্য সবাইকে আওয়ামী লীগের পতাকাতলে সমাবেত হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান মন্ত্রী।
শুক্রবার দুপুরে ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে পল্লীবিদুৎ বিভাগের নতুন সংযোগ উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পল্লীবিদ্যুৎ সমিতির স্থানীয় সভাপতি আবদুর রউফ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অন্যান্যের মধ্যে ঝালকাঠি জেলা প্রশাসক রবীন্দ্রশ্রী বড়ুয়া, পুলিশ সুপার সুভাষ চন্দ্র বিশ্বাস, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনীর, পৌর মেয়র আবজাল হোসেন, ঝালকাঠি পল্লীবিদ্যুৎ সমিতির জিএম এমদাদুল হক প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
ধানসিড়ি ইউনিয়নের ছত্রকান্দা, চারুখান ও বেড়পাশা গ্রামের সোয়া ৪ কিলোমিটার লাইনের মাধ্যমে ২২২টি নতুন সংযোগ দেয়া হয়।