Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

45খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৩ নভেম্বর ২০১৫: ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি ‘জিহাদি জনখ্যাত’ ব্রিটিশ নাগরিক মোহম্মদ এমওয়াজিকে হত্যার দাবি করেছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ ও মার্কিন সেনাদের যৌথ বিমান হামলায় তিনি নিহত হন বলে দাবি করেছে পেন্টাগন।
শুক্রবার (১৩ নভেম্বর) এক বিবৃতিতে পেন্টাগন জানায়, সিরিয়ার রাক্কায় ব্রিটিশ ও মার্কিন সেনাদের যৌথ বিমান হামলায় জিহাদি জন নিহত হওয়ার সম্ভাবনা খুব বেশি। বিষয়টি নিশ্চিতে এখনও খোঁজখবর করা হচ্ছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনগত রাতে এ অভিযান পরিচালিত হয়।
মার্কিন সাংবাদিক স্টিভেন সটলফ ও জেমস ফলে’র শিরোñেদের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর থেকেই জিহাদি জনের ব্যাপারে সোচ্চার হয়ে ওঠে পশ্চিমা দুনিয়া। বিশেষ করে যখন তথ্য পাওয়া গেল, তিনি আসলে ব্রিটিশ নাগরিক মোহম্মদ এমওয়াজি, তখন থেকেই তার ব্যাপারে আরও তথ্য জানতে সক্রিয় হয়ে ওঠে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
স্টিভেন সটলফ ও জেমস ফলে ছাড়াও পরবর্তীতে আরও সাতজনের শিরোñেদের ভিডিওতে জিহাদি জনের দেখা মেলে। এরা হলেন, মার্কিন স্বেচ্ছাসেবী আব্দুল রহমান কাসিগ, ব্রিটিশ স্বেচ্ছাসেবী ডেভিড হেইনস ও আলান হেনিং, জাপানি সাংবাদিক কেনজি গোতোসহ আরও তিনজন।
বিবৃতিতে পেন্টাগন দাবি করে, মার্কিন সেনাবাহিনী ৯৯ শতাংশ নিশ্চিত, অভিযানে এমওয়াজি নিহত হয়েছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তার ডাউনিং স্ট্রিটের কার্যালয় থেকে এ ব্যাপারে একটি বিবৃতি দেবেন বলে আশা করা হচ্ছে।