খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৩ নভেম্বর ২০১৫: মিরপুরে শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম টি-২০তে দারুণ সূচনা করে বাংলাদেশ। ১ম ওভারেই সিকান্দার রাজাকে আউট করেন মাশরাফি বিন মুর্তুজা। দ্বিতীয় ওভারে রানের খাতা খোলার আগেই আল-আমিনের শিকার চাকাবভা। ৩য় ওভারে আবারও মাশরাফির আঘাত। এবার শূণ্য রানে আউট চিগুম্বুরা। ১০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্ববুয়ে। ৪র্থ উইকেটে ২৮ রান আসে উইলিয়ামস- অরভিনের ব্যাট থেকে। উইলিয়ামস ১৫ রানে নাসিরের বলে আউট হলে ৩৮ রানে ৪ উইকেট হারায় জিম্বাবুয়ে।
৫ম উইকেটে ওয়ালার অরভিন ঘুরে দাড়ানোর চেষ্টা করে। আরভিনকে ফেরেন মাহমুদুল্লাহ। আর অভিষেক ম্যাচেই এক ওভারে দুই উইকেট নিয়ে দারুন কিছু করার ইঙ্গিত দেন জুবায়ের। জিম্বাবুয়ের সংগ্রহ ১৬.২ ওভারে ৭ উইকেটে ১১৫ রান। ওয়ালার ২৮ বলে ৬৬ রানে অপরাজিত আছেন।
এর আগে টসে জিতে ফিল্ডিংযের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক মাশরাফি।