খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৩ নভেম্বর ২০১৫: মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম টি-২০তে দারুণ সূচনা করে বাংলাদেশ। ১ম ওভারেই সিকান্দার রাজাকে আউট করেন মাশরাফি বিন মুর্তুজা। দ্বিতীয় ওভারে রানের খাতা খোলার আগেই আল-আমিনের শিকার চাকাবভা। ৩য় ওভারে আবারও মাশরাফির আঘাত। এবার শূণ্য রানে আউট চিগুম্বুরা। ১০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্ববুয়ে। ৪র্থ উইকেটে ২৮ রান আসে উইলিয়ামস- অরভিনের ব্যাট থেকে। উইলিয়ামস ১৫ রানে নাসিরের বলে আউট হলে ৩৮ রানে ৪ উইকেট হারায় জিম্বাবুয়ে।
৫ম উইকেটে ওয়ালার-অরভিন ব্যাটে ঘুরে দাড়ায় জিম্বাবুয়ে। ৫ম উইকেটে ৬৭ রান আসে। ওয়ালার টি-২০ ক্যারিয়ারের ১ম ফিফটি তুলে নেন। ওয়ালার সর্বোচ্চ ৪২ বলে ৬৮ রান করে মুস্তাফিজের বলে আউট হন। এছাড়া আর কোন ব্যাটসম্যান দাড়াতে পারে নি।
শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে ১৩১ রানে অল-আউট হয় জিম্বাবুয়ে। বাংলাদেশের মাশরাফি আল-আমিন মুস্তাফিজ ও জুবায়ের ২টি করে উইকেট নেন। এর আগে টসে জিতে ফিল্ডিংযের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক মাশরাফি।