খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৩ নভেম্বর ২০১৫: মিরপুরে ১৩২ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। শুরুতেই এনামুলকে হারায় বাংলাদেশ। ১ রানে রানে রান আউট হন বিজয়। এরপর তামিম ও সাব্বির দ্বিতীয় উইকেটে ৩৯ রানের জুটি গড়েন। সাব্বির ১৮ রানে আউট হন। এরপর মুশফিকুর নাসির ও তামিম দ্রুত আউট হলে ৮০ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ।
বাংলাদেশের স্কোর ১৩ ওভারে ৫ উইকেটে ৯৬ রান। মাহমুদুল্লাহ ৭ ও লিটন ৮ রানে অপরাজিত আছেন। জয়ের জন্য বাংলাদেশের দরকার ৩৭ রান।