খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৩ নভেম্বর ২০১৫: ভারতে এসে আক্রান্ত বিদেশিনী। নরেন্দ্র মোদির লোকসভা নির্বাচন কেন্দ্র বারাণসীতে অ্যাসিড হানায় মারাত্মক জখম হয়েছেন বুলগেরিয়া থেকে ভারত সফরে আসা এক তরুণী পর্যটক।
আজ শুক্রবার সকালে বারাণসীর নন্দনগর এলাকায় ২৩ বছর বয়সী বুলগেরিয়ান এক তরণীর ওপর অ্যাসিড ছোঁড়ে অজ্ঞাতপরিচয় আততায়ী। স্থানীয় বাসিন্দারা তাঁকে দ্রুত উদ্ধার করে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের স্যর সুন্দরলাল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে বিশেষ ওয়ার্ডে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। তরুণীর মুখ এবং শরীরের একাধিক অংশ অ্যাসিডে ঝলছে গিয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা যায়।
পুলিশ জানিয়েছে, বারাণসী ভ্রমণে এসে নন্দনগর কলোনিতে এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর বাড়িতে পেয়িং গেস্ট হিসাবে থাকতে শুরু করেছিলেন বুলগেরিয়ার ভার্না অঞ্চলের বাসিন্দা ওই পর্যটক। এদিন বাড়ি থেকে বের হওয়ার কিছু সময় পরে আচমকা তাঁকে লক্ষ্য করে অ্যাসিড ছোঁড়া হয়। এর পরে খবর পেয়ে হাসপাতালে ওই তরুণীর সঙ্গে দেখা করতে যান পুলিশ আধিকারিকরা। ছিলেন এসএসপি আকাশ কুলহারি।
জানা গিয়েছে, এ ঘটনায় দুই সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।