খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৩ নভেম্বর ২০১৫: আদরের ছোট্ট সোনাকে কী কী দিয়ে যে ভরিয়ে রাখবে? তা যেন ভেবেই পায় না বাবারা। এদেশ, ওদেশ, সেদেশ, সর্বত্রই ছবিটা এক। এবার তো জেনেভার এক বাবা তার ৭ বছরের ছোট্ট সোনামণির জন্য কিনেই ফেললেন বিশ্বের সবচেয়ে দামি হীরেখানি।
দেখতে ঘন গাঢ় নীল রঙের। ওজনে ১২.০৩ ক্যারাট। নাম “ব্লু মুন অফ জোসেফাইন”। দাম ? সে আকাশছোঁয়া! ৪৮.৪ মিলিয়ন ডলার। বাংলাদেশী টাকায় দাম দাঁড়াচ্ছে প্রায় সাড়ে তিনশ কোটি টাকা! সে হোক। ছোট্ট সোনামণির জন্য এটুকু খরচ করাই যায়ৃ যেমনই ভাবা, তেমনই কাজ। নিলামে ব্লু মুন ডায়মন্ড কিনে নেন গর্বিত বাবা।
আকাশছোঁয়া দাম পেয়ে খুশি নিলামদার ডেভিড বেনেটও। জেনেভার সোদেবাইতে হয় এই হাইপ্রোফাইল নিলাম। তবে জেনেভা অবশ্য কদিন আগে ক্রিস্টির নিলামে আরও একটি এরকম ঘটনার সাক্ষী থেকেছে। সেখানে ১৬.০৮ ক্যারাটের গোলাপি হীরেকে ২৮.৫ মিলিয়ন ডলারে কিনে নেন জনৈক ক্রেতা। সেই হীরের আবার নাম ছিল “সুইট জোসেফাইন”।