Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

64খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৩ নভেম্বর ২০১৫: বেশ কয়েকবছর ধরেই বিশ্ব তাপমাত্রা বৃদ্ধির উপর অনেক কিছুরই দোষ চাপানো হয়েছে। তবে এখনো পর্যন্ত কেউ ভাবতেই পারেনি এই বিশ্ব জলবায়ু উষ্ণায়নই একসময় জন্ম নিরোধক হিসেবে কাজ করবে।
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক বিষয়ক গবেষণার জাতীয় ব্যুরোর এক গবেষণায় দেখা গেছে, তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে জন্মহার কমে যাচ্ছে। তিন অর্থনীতিবিদ যুক্তরাষ্ট্রের গত ৮০ বছরের জন্মহার ও তাপমাত্রার তুলনামূলক বিশ্লেষণ করে দেখতে পেয়েছেন তাপমাত্রা যখনই ৮০ ডিগ্রি ফারেনহাইটের উপরে ওঠে এরপর থেকে ১০ মাস ধরে জন্মহারে একটা বড়সড় নিম্নগতি দেখা যায়।
এতে দেখা গেছে, কোনো একটি গরম দিনের ৯ মাস পর জন্মহার কমে যায় ০.৪ শতাংশ। ফলে পুরো যুক্তরাষ্ট্রজুড়ে ১ হাজার ১৬৫টি শিশু কম জন্ম নেয়।
গবেষণায় প্রধানত তিনটি বিষয় প্রমাণিত হয়েছে।
তাপপ্রবাহের পর জন্মহার কখনোই আর আগের স্বাভাবিক অবস্থায় ফিরে যায় না।
শরৎ ও হেমন্তকালে বেশি বেশি গর্ভধারণ করার ফলে গ্রীষ্মে বেশি বেশি সন্তান প্রসব হয়।
শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে যৌন উদ্দীপনা বাড়ে।
গবেষণায় আরো দেখা গেছে, বাসাবাড়িতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবহারের ফলে ১৯৭০ সাল থেকে যুক্তরাষ্ট্রে তাপমাত্রা বৃদ্ধিজনিত কারণে জন্মহার কমে যাওয়ার বিষয়টা কিছুটা লাঘব হয়েছে।
গবেষকরা হুঁশিয়ারি দিয়েছেন, বিশ্ব জলবায়ু পরিবর্তন ও তাপমাত্রা বৃদ্ধির বর্তমান হার অব্যাহত থাকলে জন্মহারে ব্যাপক অবনমন ঘটবে। তারা দেখিয়েছেন, ২০৭০ সাল থেকে ২০৯৯ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে আরো ৬৪টি ৮০ ডিগ্রি ফারেনহাইটের তাপমাত্রার দিন আসবে। ১৯৯০ সাল থেকে ২০০২ সালের মধ্যে এই সংখ্যা ছিল ৩১টি। এর ফলে যুক্তরাষ্ট্রের সার্বিক জন্মহার ২.৬ শতাংশ কমে যাবে। অর্থাৎ প্রতিবছর ১ লাখ ৭ হাজার শিশু কম জন্ম নিবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া