
ঠাকুরগাঁও প্রতিনিধি॥ শুক্রবার, ১৩ নভেম্বর ২০১৫: ঠাকুরগাঁওয়ে জেলা কোচিং এসোসিয়েশনের অফিস উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকাল ৪টায় ঘোষপাড়ায় ঠাকুরগাঁও জেলা কোচিং এসোসিয়েশনের উদ্বোধন করলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের যুগ্ন সা:সম্পাদক মাহবুবর রহমান খোকন।
উদ্বোধন শেষে জেলা কোচিং এসোসিয়েশনের আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য দিয়েছেন, নির্বাহী কমিটির সভাপতি ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক সাজেদুজ্জামান সাজু, সাংগঠনিক সম্পাদক তোজাম্মেল হক রানা, অর্থ বিষয়ক সম্পাদক তাহমিদার রহমান টুটুল। উপদেষ্টা মন্ডলরি মধ্যে বক্তব্য দিয়েছেন সাবেক অধ্যক্ষ প্রফেসর আনোয়ারুল হক,ঠাকুরগাঁও সদর যুবলীগের সভাপতি কামরুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র বাবলুর রহমান, ৮নং ওয়ার্ডের কমিশনার সফিউল এনাম পারভেজ, দৈনিক মুক্তখবরের ও প্রথম খবর পত্রিকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি কামরুল হাসান প্রমূখ।